শৈলকুপায় গ্রামবাসীরা সংষ্কার করল দুই কিলোমিটার রাস্তা।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাদপাড়া গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দারা ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে নিজ খরচে প্রায় দুই কিঃমিঃ রাস্তা মেরামত করছে। স্কুল মোড় হতে ঈদগাঁহ মোড় ,মসজিদ মোড় হতে মহড়আলীর বাড়ি এবং মকছেদ মোড় থেকে সাংবাদিক জাব্বার আলীর বাড়ি পর্যন্ত প্রায় ২ কিঃ মিঃ রাস্ত া বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হওয়ায় গ্রামের বাসিন্দারা নিজ খরচে বালু ও ইটের খোয়া দিয়ে রাস্তা টি ানর্মান করেন। গ্রামবাসীবার রাস্তাটি নির্মান করার জন্য স্থানীয় মেম্বার, চেয়ারম্যাান, এমপিসহ বিভিন্ন দপ্তরে ধর্না দিলেও এইরাস্তা নির্মানে কোন সাড়া মেলেনি কর্তৃপক্ষের। তাই যাতায়াতের সুবিধার্থে গতকাল থেকে গ্রামের প্রায় ১শ শ্রমিক সেচ্ছায় রাস্তা নির্মান কাজে অংশগ্রহণ করেন।গ্রামের বাসিন্দা আলাউদ্দিন জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রাম সহ পাশর্^বর্তী ২/৩ টি গ্রামের ছেলে মেয়েরা নাদপাড়া দাখিলমাদ্রাসা, প্রাইমারি স্কুল ও নাদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার জন্য আসে। কিন্তু বর্ষা মৌসুমে একপসলা বৃষ্টি হলেই রাস্তাটিতে হাটুপর্যন্ত কাদাপানি জমে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি জানান ,গ্রামের ঈদগা ময়দানসহ থানা ও জেলা সদরে যাবার মেইন সড়ক এটি। বর্তমানে এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোক ও যানবাহন নিয়মিত ভাবে যাতায়াত করে থাকে। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পরেছিল। তাই গ্রামবাসী যাতায়াতের সুবিধার্থে তারা ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে নিজ খরচে প্রায় দুই কিঃমিঃ রাস্তা সংষ্কার করছে। এ ব্যাপারে স্থানীয় মেম্বর ওয়াজেদ আলী জানান, গ্রামবাসী রাস্তা সংষ্কারের কথা আমাকে বলেনি তবে রাস্তাটি গুরুত্ব পূর্ণ হলেও পাকা করনের দায়িত্ব স্থানীয় চেয়ারম্যানের। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।