ফরিপুরের সদর উপজেলার ৫নং ডিক্রীরচর ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে। ইউনিয়ন পরিষদের ভবনে বাজেট সভায় সভাপতিত্বে করেন ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু।
উপস্থিত সকলকে ১ কোট ৯৮ লক্ষ ১৪ হাজার ৬৯৪ শত টাকা আকারের বাজেট পড়ে শোনান সভার সভাপতি ও ওই পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী হোসান মিন্টু। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোট ৭৪ লক্ষ ৪২ হাজার ৮৩৮ টাকা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব মো. নূরুল ইসলাম, ইউপি সদস্য মো: মোসলেম পরামানিক, আসাদুজ্জামান খান জলি, মোসা. হাসিনা বেগম, মনোয়ারা পারভীন।