আদালতের নির্দেশ উপেক্ষা করে জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ছোট চাউলাকাঠি গ্রামের এক অসহায় পরিবারের পৈত্রিক সম্পত্তিতে স্থাপনা নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন প্রতিপক্ষের প্রভাবশালীরা।
সোমবার সকালে ওই এলাকার বাসিন্দা আবদুর রহমান বালী জানান, দীর্ঘদিন থেকে তিনি তার পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি সময়ে একই গ্রামের করম আলী ও আনোয়ার হোসেন জবর দখল করে ওই সম্পত্তি ভোগদখলের চেষ্ঠা করেন। এনিয়ে একাধিকার গ্রামপর্যায়ে সালিশ বৈঠকের আয়োজন করা হলেও প্রভাবশালীরা স্থানীয় জনপ্রতিনিধিদের অমান্য করে সালিশ বৈঠকে অনুপস্থিত ছিলেন। উপায়অন্তুর না পেয়ে তিনি (আব্দুর রহমান) পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য বরিশাল আদালতে প্রতিপক্ষ করম আলী গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত অতিসম্প্রতি ওই জমিতে স্থিতিশীলতা বজায় রাখতে ১৪৪ ও ১৪৫ ধারার নিষেধাজ্ঞা জারি করেন। গত ২৪ মে বানারীপাড়া থানায় এসআই অলিউল্লাহ আদালতের ওই নিষেধাজ্ঞার আদেশ সম্পর্কে উভয়পক্ষকে অবগত করেন।
আব্দুর রহমান বালী অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার পৈত্রিক সম্পত্তি দখল করে প্রতিপক্ষের লোকজনে অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। এ সময় প্রভাবশালীদের বাঁধা দিতে গেলে তাকে ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো সত্বেও তারা রহস্যজনক ভূমিকা পালন করছেন।