কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামে মেজ ভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছে সেজ ভাই। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ মে) রাত সাড়ে ৭ টার দিকে। নিহত ব্যক্তির নাম আক্কাজ আলী গাজী (৪৮)। তিনি বন্ধকাটি গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে। ঘটনার পর ঘাতক ভাই আজগর আলী (৫৫) পালিয়ে গেলেও আটক হয়েছে তার স্ত্রী নূরজাহান খাতুন (৩৮)।
স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মনি জানান, আজগর আলীর ক্ষেতের একটি লাউ গাছের কিছু অংশ খেয়ে ফেলে প্রতিবেশী আবুল কালামের ছাগল। এ ঘটনায় ছাগলটি আটক করে খোয়াড়ে দিলে আবুল কালামের সাথে আজগর আলীর ব্যক্তির ঝগড়া হয়। আক্কাজ আলী বিষয়টি মধ্যস্থতা করতে গেলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজগর আলী তার ভাইয়ের গলায় দা দিয়ে কোপ দেয়। এ সময় আক্কাজ আলীর স্ত্রী নূরজাহান বটি নিয়ে এবং ছেলে নুরুজ্জামান (১৬) দা নিয়ে হামলা চালায়। গলায় ও বুকে দায়ের কোপ লাগায় ঘটনাস্থলে মৃত্যু হয় আক্কাজ আলীর। এর পরপরই ঘাতক আজগর আলী ও তার ছেলে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ও থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নূরজাহান খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। মৃতদেহ ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।