কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর, দুর্গন্ধময়। লাচ্ছার খামিরে মেশানো হচ্ছে পোশাক কারখানায় ব্যবহ্নত মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে দুইটি লাচ্ছা সেমাই কারখানার চিত্র এটি।
উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জামিল আহম্মেদ জানান, উপজেলার সিংজানী ও আইলপুনিয়া গ্রামে গড়ে ওঠা কারখানায় লাচ্ছা সেমাইয়ে কাপড়ের রং মেশানোর হাতেনাতে প্রমাণ পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুর ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়ার সহকারী পরিচালক দেবাশীষ রায় অভিযান পরিচালনা করে সিংজানী গ্রামে লাচ্ছা সেমাইয়ে কারখানার মালিক আবদুল কাদেরকে ৪ হাজার টাকা ও আইলপুনিয়া গ্রামে বেবি খাতুনকে ৭ হাজার টাকা জরিমানা করে। কারখানা থেকে জব্দ করা হয়েছে এক কেজি কাপড়ের রং।