রংপুর কালেক্টরেট সুরভি উদ্যানের নাম পরিবর্তন করে শহীদ শেখ রাসেল শিশু পার্ক নামকরণের দাবীতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগের উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল রোববার সকালে কালেক্টরেট সুরিভি উদ্যানের সামনে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেনর রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগ প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম সুইট, সহ সমন্বয়ক অন্তর রহমান, মারুফ হাসান, আজাইফুল আমিন জিতু, রংপুর মহানগর সাধারণ সম্পাদক সোহেল রানা সনি, রংপুর জেলা সাংগঠনিক সচিব আসিফ পারভেজ, মহানগর সাংগঠনিক সচিব সালমান আজমী সামী, জেলা সহ সভাপতি শাহীন মিয়া, শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, তারিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সচিব শাফিউল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক জয় কুমার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বাবলুসহ উপস্থিত রংপুর বিভাগের অন্তর্গত বিভিন্ন ইউনিট এর সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সচিব সহ নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা কালেক্টরেট সুরভি উদ্যানের নাম পরিবর্তন করে শহীদ শেখ রাসেল শিশু পার্ক নামকরণের জন্য এবং পার্কটিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ সহ শিশুদের মেধা, মনন বিকাশের জন্য আধুনিক সব রাইডস্ স্থাপন এর জন্য জোড় দাবি জানানো হয়।