শিশু ও কিশোরদের নিয়ে সাংস্কতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ রোবারর দুপুরে নগরীর একটি সেন্টরে অবিচল শিল্প গোষ্ঠী রংপুরের আয়োজনে। অবিচল শিল্প গোষ্ঠী রংপুরের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ শরীফ উদ্দিন আল-আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখের অবিচল শিল্প গোষ্ঠী রংপুর এর উপদেষ্টা রংপুর বিভাগীয় কমিটির অর্থসচিব ও আইনজীবী শরিফুল ইসলাম শরিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক সাংস্কৃতিক সংগঠক বাংলার চোখ প্রতিষ্ঠা চেয়ারম্যান আলহাজ¦ তানবীর হোসেন আশরাফী, রংপুর সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইয়ুল ইসলাম ফুলু, ২৬ নং ওয়ার্ড আওয়ামূলীগ সভাপতি শাহাজাদা আরমান শাহাজাদ, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাহী পরিচালক হা. কাজী মোঃ রেদয়ানুর রহমান রাসেল।
এতে মোট ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। ১২৪ কে সনদ প্রদান করা হয়। প্রথম, ২য় ও ৩য় হয়েছে ২৪ জন। এদেরকে ইসলামীক বই, ক্রেস্ট ও সনদ দেয়া হয়।