মহামান্য হাইকোর্টের নির্দেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে ৫২টি পণ্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে পণ্যগুলো বাজার থেকে উঠিয়ে নেওয়ার জন্য সময় নির্দ্ধারণ করে দিয়েছিলেন, আশাশুনিতে সে নির্দেশকে বৃদ্ধাঙ্গলি দেখান হচ্ছে। আশাশুনির হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে বহায় তবিয়তে ঐসব পণ্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় নিম্নমান প্রমাণ হওয়া ৫২টি পণ্য বাজারে থেকে তিন দিনের মধ্যে প্রত্যাহার করে নিতে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়, বিএসটিআই এর পরীক্ষায় মানের দিক থেকে ৫২টি পণ্য অকৃতকার্য হয়েছে। হাইকোর্টের রিট পিটিশন নং ৫৩৫০/২০১৯-এর গত ১২ মে-এর আদেশ বলে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৪৩ ধারা অনুযায়ী ঐ ৫২টি পণ্য/ব্র্যান্ডসমূহ বিজ্ঞপ্তি প্রকাশের তিনদিনের মধ্যে বাজার হতে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। গণবিজ্ঞপ্তি প্রচারের পরে নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ৫২ পণ্য উৎপাদনকারী, সরবরাহকারী, পরিবেশনকারী, পাইকারী ও খুচরা বিক্রেতা এবং গ্রাহককে ওই পণ্যসমূহ উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ, পরিবহন, সরবরাহ, ক্রয় ও বিক্রয় এবং ব্যবহার না করার জন্য সতর্ক করা হলো। কিন্তু ৩ দিনের সময় পার হয়ে আরও ১০ দিন অতিবাহিত হলেও আশাশুনি উপজেলার হাট-বাজারে তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি। অধিকাংশ দোকানে এবং ব্যবসা প্রতিষ্ঠানে অধিকাংশ পণ্যের বেচাকেনা হতে দেখা যাচ্ছে।
সাধারণ ক্রেতাসাধরণের পক্ষে কোন পণ্য নিষিদ্ধ হলো, ৫২টি পণ্যের নাম-পরিচয় কি, জানা বা বোঝার সুযোগ খুবই কম থাকে বা সম্ভব হয়না। তাই ঐ পণ্য হরহামেশা ক্রয়-বিক্রয় করা হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা বললে তানা জানান, এসব নামি দামি কোম্পানীর পণ্যে ভেজাল প্রমানিত হলে অন্য সাধারণ এবং বিশেষ করে আঞ্চলিক বা এলাকাভিত্তিক কোম্পানি বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্যের অবস্থা কি ভাবতে পারছিনা। নিষিদ্ধ হওয়া পণ্যগুলো বিক্রয়ের জন্য তাদের ক্রয় করা অন্যায় ছিলনা। নিষিদ্ধ হওয়ার পর ঐ কোম্পানীগুলোকে মালগুলো ফেরৎ নেওয়ার ব্যাপারে নির্দেশনা থাকলে নিরাপরাধী ব্যবসায়ীরা ক্ষতির হাত থেকে রক্ষা পেতেন। ক্ষতিকর এসব পণ্যের ক্রয়-বিক্রয় বন্ধ করতে জেলা-উপজেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ প্রয়োজন।