আশাশুনি উপজেলার সোনাতনকাটি গ্রামে ভ্যান চালক নজরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে স্ত্রীকে মারপিট, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
নজরুল তার মায়ের পৈত্রিক ভিটায় ঘরবাড়ি বেধে দীর্ঘ ৮/১০ বছর যাবৎ বসবাস করে আসছেন। প্রতিবেশী লোকমান সানার পুত্র আশরাফুল, ছাইদুল সানার পুত্র কামরুল, মৃত জব্বার সানার পুত্র ইয়াকুব, রজব, আইয়ুব, মৃত ছাইদুল সানার পুত্র মুকুল, আক্তারুল, লোকমান, মরিয়ম খাতুন, রহিমা, নাজমা দীর্ঘদিন যাবৎ ঐ জমির মধ্যে তাদের অংশ আছে দাবী করে ঘরবাড়ি ভেঙ্গে চলে যেতে হুমকী ধামকী দিয়ে আসছিল। বাধ্য হয়ে তারা তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা (৪৫৬/১৯, আশাঃ) করেন। বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সালিশ অগ্রাহ্য ও বিজ্ঞ আদালতের রায়কে তুয়াক্কা না করে তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে মেতে ওঠে। সাংসারিক ব্যয় নির্বাহের জন্য নজরুল ঢাকায় ভ্যান চালিয়ে থাকে বছরের বড় অংশ। তার স্ত্রী নাজমা ৩ সন্তান নিয়ে বাড়িতে থাকে। এসুযোগে গত ১৪ মে বিকালে তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরবাড়ি ভাংচুর করে। নাজমা এগিয়ে গেলে ব্যাপক মারপিট করে জখম করা হয়। এ সময় তারা দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা, মূল্যবান কাপড়চোপড়, আসবাবপত্র, হাঁস-মুরগি, ছাগল, সিমেন্ট, ধানসহ অনুমান পৌণে ২ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। ঘরবাড়ি ভেঙ্গে আরও ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। স্বাক্ষীরা ঘটনা প্রত্যক্ষ করেন এবং স্বাক্ষীদের দেখে হুমকীধামকী দিয়ে তারা চলে যায়। গৃহবধু নাজমাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।