বগুড়ার সান্তাহার জংশন ষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দাবিতে ষ্টেশন চত্বরে চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশন অতিক্রম করার সময় উপস্থিত জনতা যাত্রা বিরতির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। সান্তাহার জংশন ষ্টেশনে ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটি গত ১৬ মে থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আন্দোলন করে আসছেন। এ্র ধারাবাহিকতায় শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আন্দোলনকারিরা চোখে কাপড় বেঁধে প্রতিবাদ করে। এর আগে ট্রেন অবরোধ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটি’র যুগ্ন আহ্বায়ক সাজেদুল ইসলাম চম্পা বলেন, যাত্রার প্রথম দিন পঞ্চগড়’সহ যে চারটি ষ্টেশনে থেকে যে ট্রেনের ৮৯৬টি টিকিটের মধ্যে মাত্র ১১৬ টি টিকিট বিক্রি হয় সেখান থেকে কি করে একটি ব্যায় বহুল ট্রেন চলবে ? আজকে বিরতিহীন ট্রেন চালানোর নামে রেলওয়েকে ধংসের মুখে ঠেলে দেয়া হচ্ছে। তিনি বলেন, আগামি ঈদের পর যদি সান্তাহারে পঞ্চগড় ট্রেনের যাত্রাবিরতি না দেয়া হয় তাহলে নওগাঁ,বগুড়া এবং জয়পুরহাট এলাকার সকল সাংসদ, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান’সহ জনতাকে নিয়ে সান্তাহারের ওপর দিয়ে চলাচলকারি সকল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে। এ সময় ষ্টেশন চত্বরের প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, বান্তবায়ন কমিটির সদস্য আবুল কাসেম, জার্জিস আলম রতন, নিসরুল হামিদ ফুতু, মাহাফুজুল হক টিকন, মামুনুর রশিদ মামুন, রবিউল ইসলাম, নারী নেত্রী শাহানাজ মমতাজ মুক্তা প্রমূখ।