কুষ্টিয়ার ভেড়ামারায় ব্র্যাক অফিসে রোববার দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রোগ্রেস প্রকল্প এর উদ্যোগে হালকা প্রকৌশল শিল্প মালিকদের জেন্ডার ও সামাজিক অন্তভূক্তিমূলক ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনার কুষ্টিয়ার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু নাসের। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রেসের ফিন্ড টেকনিক্যাল কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ।