কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামের মৃত এজাহার আলী সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি (৬৮) আর নেই। রবিবার (২৬মে) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, হাবিবুর রহমান প্রায় ১ মাস যাবত অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।