রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’। আর মাত্র কয়েকদিন, এরপরই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। অনেকেই ইতোমধ্যে ঈদে নতুন পোশাক কিনেছেন। এবার চাই নতুন পোশাকের সঙ্গে ম্যাচিং করে পছন্দের নতুন জুতা। বিশেষ করে ছোট বাচ্চারা নতুন জুতা নিয়ে কোনো ছাড় দিতে চায়ই না। তাই ছোট্ট সোনামনির মুখে হাসি ফোটাতে মার্কেটে মার্কেটে ছুটাছুটি করছেন মা-বাবা কিংবা বড়রা।বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, রমজানের শুরু থেকেই বিভিন্ন সাজে সেজেছে জুতার দোকান গুলো। সেই সাজ এখনো অব্যাহত আছে। ক্রেতারা সামর্থ্য অনুযায়ী বেছে নিচ্ছেন পছন্দের জুতার দোকান। নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, সবাই স্বাধ্যমতো জুতা কিনতে চান। আর এজন্য রোজার ঈদে জুতার বাজার বেশ জমজমাট। বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে কালীগঞ্জবাসি নতুন জুতা কিনবেন চাঁদ রাত পর্যন্ত।
এদিকে, ক্রেতাদের চাহিদা মেটাতে জুতার দোকান গুলোর পাশাপাশি ফ্যাশন হাউস গুলোতের রয়েছে বাহারি ডিজাইনের জুতা। সব মিলিয়ে ঈদের জুতার বাজারে চলছে রমরমা বাণিজ্য। ঈদের সময় সেসব ডিজাইনে যোগ হয়েছে নতুন মাত্রা। এর মধ্যে আবার জুতা ভেদে বিভিন্ন রকম ছাড় দিচ্ছেন তারা। যা বাড়িয়ে দিচ্ছে ক্রেতাদের আগ্রহ, আন নতুন আসা জুতাগুলোর প্রতিই বেশি আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। শিশুদের স্যান্ডেল১ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। দুই ফিতার ছেলে শিশুদের আকর্ষণীয় বেন টেন-১০ স্যান্ডেলের মূল্য ১৯০ টাকা। দুই ফিতার ফ্ল্যাট স্যান্ডেল পাওয়া যাচ্ছে ৬০০ থেকে ১৮৫০ টাকার মধ্যে। ছেলেদের লাইট ব্রান্ডের স্যান্ডেল ১৯০ টাকা, স্কল ১১৯০ থেকে ১৪৯০, নর্থ স্টার ২১৯০ থেকে ২৫৯০।
ভিআইপি জুতার দোকানের মালিক কেরু সাহেব জানান, শেষে দিকে এসে বিক্রি হার ব্যাপক ভাবে বেড়েছে। ক্রেতাদের এখন আর খুব বেশি মডেল দেখাতে হচ্ছে না। মোটামোটি পছন্দ হলেই নিয়ে যাচ্ছেন তারা।ভিআইপি জুতার দোকানে বাচ্চার নতুন জুতা কিনতে এসেছেন গৃহিণী শিরিন সুলতানা, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন বলেন, এখন আর আগের মতো ঈদের আনন্দ হয় না। বাচ্চাদের আনন্দেই আমাদের আনন্দ। তাই স্বাধ্য মতো তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করি। তিনি আরো বলেন, মূলত এথানে এসেছি বাচ্চাদের জন্য নতুন মডেলের জুতা কিনতে। বড় মেয়ের জুতা আগেই কেনা হয়েছে। এখন ছোট মেয়ের নতুন পাজামা-পঞ্জাবির সঙ্গে চটি সেন্ডেলের খোঁজ করছি।ঈদের বেচাকেনায় ধুম চলছে মার্কেট গুলোতে। কালীগঞ্জে প্রায় শতাধিক রয়েছে জুতার দোকান।
তবে ক্রেতা বলছে এবার, ঈদ উপলক্ষে সব পণ্যের দামই একটু বেশি। এক্ষেত্রে জুতার দাম আরো একটু বেশি। এ ছাড়া বিক্রেতারা ‘যার কাছ থেকে যত বেশি দাম রাখা যায়’-এই চেষ্টায় ব্যস্ত। ক্রেতারা বলছে এবার জুতার অনেক নতুন নতুন মডেল বাজারে পাওয়া যাচ্ছে। সে কারণে দাম অনেক টা বেশি চাচ্ছে। দোকান গুলোতে দেখা যাচ্ছে প্রতিদিন সকাল ৯ টার পর থেকে রাত প্রায় ১২ পর্যন্ত জুতার দোকানে ভিড় লেগেই আছে।