পাটকেলঘাটার (বলফিল্ড) প্রধান ঈদের জামায়াত ইন্তেজামিয়া কমিটির সভা শুক্রবার বিকেল সাড়ে চারটায় সোনামনি কিন্ডার গার্টেন স্কুল ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সহ সভাপতি জনাব আবদুল লতিফ এর সভাপতিত্বে সভায় পাটকেলঘাটা বলফিল্ডে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের জামায়াত সুন্দরভাবে সফল করার লক্ষ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফলিত খাদ্য ও পুষ্টি বিভাগের সহোযোগী অধ্যাপক এবং পাটকেলঘাটা (বলফিল্ড) প্রধান ঈদের জামায়াত ইন্তেজামিয়া কমিটির সহ সভাপতি জনাব শাহীনুর রহমান। এ ছাড়া আরও বক্তব্য রাখেন, সেক্রেটারী ও ঈদের জামায়াতের ইমাম পাটকেলঘাটা আল আমিন মাদরাসার শিক্ষক মাও: রেজাউল করীম, সহ-সেক্রেটারী শেখ নজীব হোসেন, কোষাধ্যক্ষ সহ:আইনজীবি ফরিদ হোসেন, সাবেক সভাপতি ড.এম মতিউর রহমানের ছেলে মোখলেছুর রহমান মুকুল। সভায় সকলের সর্ব সম্মতিক্রমে পাটকেলঘাটা (বলফিল্ড) প্রধান ঈদের জামায়াত ইন্তেজামিয়া কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ড.এম মতিউর রহমানের ছেলে মোখলেছুর রহমান মুকুলকে কমিটির সহ সভাপতি হিসেবে এবং ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবদুল লতিফকে সভাপতি হিসেবে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত করা হয়।