আশাশুনি উপজেলার কাদাকাটিতে এক মাছ ব্যবসায়ীকে বেদম মারপিট করে টাকা ছিনতাই করা হয়েছে। এ ব্যাপারে গ্রাম আদালতে অভিযোগ করা হলে বিবাদীরা আদালতকে অমান্য করার পাশাপাশি প্রতিপক্ষকে জব্দ করতে বিজ্ঞ আমলী আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে জানাগেছে।
পূর্ব কাদাকাটি গ্রামের অনিল সরকারের পুত্র তপন কুমার সরকার পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কিত্তীবাস স্টোরের পাশে বসে মাছ ক্রয় করছিলেন গত ১০ মে সকাল ৭ টার দিকে। এ সময় স্থানীয় কনক চন্দ্র সরকারের পুত্র পলাশ ও তার ভাই আশীষ এবং দিলীপ সরকারের পুত্র দেবব্রত সরকার তার সহযোগিদের নিয়ে তাকে বেদম মারপিট করে তার পকেটে থাকা ব্যবসার ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় প্রত্যক্ষদর্শী স্বাক্ষী অভিমান্য সরকারের পুত্র যুধিষ্টি সরকারসহ অন্যরা এগিয়ে গিয়ে তপনকে রক্ষা করলেও টাকা নিয়ে তারা কেটে পড়ে। এদিন রাতে আক্রমনকারীরা পুনরায় তপনের বাড়িতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উৎখাত ও তাকে জীবন নাশের হুমকী ধামকী প্রদান করে। এ ব্যাপারে ১১ মে তপন কুমার কাদাকাটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালেতে ৩২/০৯ নং মামলা করেন। বিজ্ঞ আদালত সমন জারি করলে প্রতিবাদীগণ সমন গ্রহন করেননি। তখন যথানিয়মে সমন লটকাইয়ে জারি করা হয়। ধার্য তারিখে আবেদনকারী হাজির হয়ে ২জন প্রতিনিধি মনোনয়ন করেন। প্রতিবাদীগণ হাজির হননি। বিধায় গ্রাম আদালত আইন মোতাবেক আবেদনকারী বিচারযোগ্য বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে মামলা করতে পারবেন মর্মে আদেশ সমেত আবেদনপত্রটি আবেদনকারীকে ফেরৎ প্রদান করা হয় গত ২১ মে। এদিকে ধুরন্ধর প্রতিপক্ষ বিষয়টিতে ভিন্নখাতে প্রবাহের হীন চক্রান্তে গ্রাম আদালতে মামলা দায়েরের ৫দিন পর টাকা খুইয়ে ও মারপিটের শিকার হওয়া তপনকে বিপাকে ফেলতে তাকেসহ ৪জনকে বিবাদী করে বিজ্ঞ আমলী ৮নং আদালত, সাতক্ষীরায় মিথ্যা ও পরিকল্পিত কাহিনি উপস্থাপন করে মামলা রুজু করেছেন। এ ব্যাপারে এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাসহ বিচার বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তপন ও তার পরিবারের সদস্যরা সঠিক তদন্তপূর্বক কার্যকর পদক্ষেপের দাবী করেছেন।