মুলাদীতে পৈক্ষা-নমরহাট উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ চার মাস ধরে তালা ঝুলছে। ডাক্তার-স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী কেউ না থাকায় উপ-স্বাস্থ্য কেন্দ্রটি অযতœ-অবহেলায় পড়ে আছে। আর স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে গাছুয়া ইউনিয়নের ২০সহ¯্রাধিক মানুষ। উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী শওকত হোসেন হিরু অবসরে যাওয়ার পরে কাউকে দায়িত্ব না দেওয়ায় সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। যেখানে নিয়মিত ১জন ডাক্তার থাকার কথা সেখানে তালা খোলার মতো কেউ না থাকায় সাধারণ মানুষ হতাশা প্রকাশ করেছেন।
জানাগেছে স্বাস্থ্য সেবা তৃণমূল মানুষের দোড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের পৈক্ষা-নমরহাট এলাকায় দ্বিতল উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপিত হয়। উপস্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধনের পর কিছুদিন ঠিক-ঠাক মতো চললেও কয়েকদিনের মধ্যেই কার্যক্রম ঝিমিয়ে পড়ে। একজন ডাক্তারকে দায়িত্ব দেওয়া হলেও ইউনিয়নবাসী কোনো দিন ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা পাননি। উপস্বাস্থ্য কেন্দ্রের সদ্য বিদায়ী স্বাস্থ্য সহকারী শওকত হোসেন হিরুকেই সবাই ডাক্তার মনে করতো। তিনি সপ্তাহের ২/৩দিন রুটিন করে স্বাস্থ্য কেন্দ্রে বসতেন এবং সাধারণ মানুষকে কিছু কিছু ওষুধ বিতরণ করতেন। স্থানীয় বাসিন্দা আবদুল জলিল জানান স্বাস্থ্য সহকারী শওকত হোসেন হিরু চলতি বছর ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ অবসরে যান। অবসরে যাওয়ার আগে সর্বশেষ জানুয়ারি মাসের ১৫/২০ তারিখের দিকে একবার উপস্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন। এরপর থেকে স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ রয়েছে। হতদরিদ্র মানুষ ওষুধ নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ সাইয়েদুর রহমান জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল কম থাকায় পৈক্ষা-নমরহাট উপস্বাস্থ্য কেন্দ্রে লোক দেওয়া সম্ভব হয়নি। তবে আলীমাবাদ উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী সাজ্জাদ হোসেনকে সপ্তাহের ৩দিন পৈক্ষা-নমরহাট উপস্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালনের নির্দেশণা দেওয়া হয়েছে। সাজ্জাদ হোসেন জানান পৈক্ষা-নমরহাট উপস্বাস্থ্য কেন্দ্রের সংস্কারের কাজ করার কথা থাকায় আমি সেখানে যাইনি।