নারী যাত্রীকে (তরুনী) চলন্ত বাসে যৌণ হয়রানী করার অভিযোগে দায়ের করা মামলায় গোল্ডেন লাইন পরিবহনের চালক আল-আমিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ বাস চালককে বরিশালের আগৈলঝাড়া আমলী আদালতে হাজির করলে বিচারক মওদুদ আহমেদ তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
এরআগে এ ঘটনায় ভিকটিমের বান্ধবীর ভাই আহসান হাবিব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় চালক আল-আমিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, গত ১৫ মে আগৈলঝাড়ায় আত্মীয় লিমা খানমের বাড়িতে বেড়াতে আসেন ভিকটিম ব্রাহ্মনবাড়িয়া জেলার বানচারামপুরের তলিমাবাদ এলাকার ওই তরুনী। গত ১৮ মে রাত সাড়ে আটটার দিকে তাকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ড থেকে গোল্ডেন লাইন পরিবহনে উঠিয়ে দেয়া হয়। ১৯ মে ভোররাত পৌনে চারটার দিকে বাসটি ঢাকার রায়েরবাজার বাসষ্ট্যান্ডে পৌঁছায়। সেখানে সব যাত্রী নামলেও নিরাপত্তার জন্য ভিকটিম ওই নারী যাত্রী বাসে অবস্থান করে। এ সময় বাসচালক আল-আমিন ওই তরুণীকে যৌণ হয়রানী ও নানাভাবে উত্ত্যক্ত করে। একইভাবে চলন্ত বাসেও হয়রানী করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়। পরবর্তীতে বিষয়টি ভিকটিম মোবাইল ফোনের মাধ্যমে পয়সারহাটে থাকা স্বজনদের জানান। চালক বাস নিয়ে শুক্রবার রাতে পয়সারহাট ফিরে আসলে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। ওসি আরও জানান, বাস চালক আল-আমিন ফরিদপুর জেলার রগুনন্দনপুর এলাকার হাবিবুর রহমানের পুত্র।