পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম গতকাল শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার আখিরা নদী খননের কাজ পরিদর্শন করেন। তিনি উপজেলার বালুয়াহাটের কফিল উদ্দিন ব্রীজ, কুমেদপুরের ত্রিমোহনি, ভেন্ডাবাড়ি, পৌরসভার বড়বিলা ও চতরাসহ বিভিন্ন স্থানে সরেজমিনে এ খনন কাজ পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, নিবার্হী প্রকৌশলী মেহেদী হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুববার রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি সঞ্চয় কুমার মহন্ত তাঁর সাথে ছিলেন। রংপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, পীরগঞ্জ উপজেলার আখিরা নদীর কুমেদপুর রসুলপুর থেকে পলাশবাড়ি-সাদুল্লাপুরের সীমানা পর্যন্ত ৩৫ কিলোমিটারে ৩টি পৃথক প্যাকেজে খনন কাজ শুরু হয়েছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সারা এন্টার প্রাইজ ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার, মেসার্স রাকিব ব্রাদাস ৩ কোটি ৭৭ লাখ টাকায় ১২ কিলোমিটার, শহীদ ব্রাদার্স ৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোমিটার অংশ খননের কার্যাদেশ প্রাপ্ত হয়। নদী খননে ১২মিটার দৈর্ঘ্য, ১২মিটার প্রস্থ, ৫ মিটার উচ্চতায় শেষে নদীর পাড়ে ঘাস, ফলজ, বনজ, ঔষুধি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন করা হবে। পরিদর্শনকালে অতিরিক্ত সচীব সাংবাদিকদের জানান, এ সময় বর্ষা মওসুম হলেও খনন কাজ যতটা সম্ভব এগিয়ে নিতে হবে। বর্ষাত্তোরকালে নভেম্ভর-ডিসেম্বর মাসে এ কাজ সম্পন্ন হবে। প্রধানমন্ত্রীর ডেলটা প্লানের অংশ হিসেবে এ খনন কাজ করা হচ্ছে। সারাদেশের ৬৪ জেলার ছোট নদ নদী ও খালে খনন কাজের উদ্যোগ নেয়া হয়েছে। এতে পানির প্রবাহ বৃদ্ধি এবং স্বাভাবিক প্রবাহ ও প্রাকৃতিক বৈচিত্র ফিরে আসবে।