ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে ইলিয়াস হোসেন (৩৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির উত্তর ঢাপরকাঠী গ্রামের এনায়েত মুন্সির পুত্র সদ্য বিদেশ থেকে ছুটিতে দেশে ফেরা ইলিয়াস হোসেন শুক্রবার নিজে মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। বেলা ১১টার দিকে ইচলাদী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।