দেশের দক্ষিন-পশ্চিম উপকূলীয় জনপদে প্রলয়ংকরী আইলার আঘাতের দশম বছর পুর্তিতে সাতক্ষীরার শ্যামনগরে আইলা দিবস পালন হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জলবায়ু পরিষদ এবং এনজিও সমন্বয় পরিষদের উদ্যোগে র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপকূল রক্ষা বাঁধ দ্রুত সংস্কার, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মানসহ সুপেয় পানি, জ¦ালানী এবং কর্মসংস্থান সংকট দুরীকরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহনের বিষয়গুলো সভায় প্রাধান্য পায়। এ ছাড়া দুর্যোগকালীন মুহুর্তে মানুষের ন্যায় গবাদী পশুসহ অপরাপর প্রাণীকুলের জন্য আশ্রয় কেন্দ্র নির্মান এবং শেল্টার হোমসমুহে প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় বরাদ্দকৃত অর্থ ব্যায়ে স্বচ্ছতা রক্ষার পাশাপাশি টেকসই বাঁধ নির্মান এবং ঐ কাজের সাথে স্থানীয় সরকারকে সমঋক্ত করারও দাবি জানানো হয়।
বেলা এগারটায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আইলা দিবসের আলোচনা সভায় জলবায়ু পরিষদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন।
মতবিনিময় সভায় বক্তারা আইলার সময়ের নানা স্মৃতিকথা স্মরণ করে উপকূলবাসীর জীবন ও জীবিকা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি জানান।
এছাড়া আইলার সুদুর প্রসারী প্রভাবের অংশ হিসেবে গত দশ বছর ধরে আইলা কবলিত জনগোষ্ঠী যে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করছে সেসব বিষয়ে তড়িৎ পদক্ষেপ দাবি জানানো হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের সদস্য সচিব সাবেক অধ্যক্ষ আশেক-ই এলাহী, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পাউবো কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রেরনা ফাউন্ডেশনের পরিচালক সোমা গোস্বামী, সামস পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, অধ্যাপিকা শাহানা হামিদ প্রমুখ।
মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে আইলা সংগঠন এবং আইলা পরবর্তী নানা দুর্ভোগের প্রামণ্য চিত্র প্রদর্শন করা হয়। এর আগে বেলা দশটায় সর্বস্তরের মানুষের অংশগ্রহনে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে অংশগ্রহনকারীরা আইলা কবলিত এলাকায় বসবাসরতদের নানামুখী সমস্যা উল্লেখ সহ তা দুরীকরনে বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড বহন করেন।