দেবহাটার টাউনশ্রীপুর বিজিবির অভিযানে ২০ বোতল মদ ও ২ কেজি গাজা আটক হয়েছে। এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবির পক্ষ থেকে দেবহাটা থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। বিজিবি সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১ টার দিকে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনন্থ টাউনশ্রীপুর বিজিবির সুবেদার আমিনুল ইসলামের নির্দেশনায় হাবিলদার মমিনুল ইসলামসহ বিজিবি সদস্যরা টাউনশ্রীপুর ইছামতি নদীর ভেড়ীবাধের শ্লুইসগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ২০ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা আপক করেন। তবে এ সময় মাদকদ্রব্য বহনকারী টাউনশ্রীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী ফারুক হোসেন পালিয়ে যায়। টাউনশ্রীপুর বিজিবির সুবেদার আমিনুল ইসলাম মাদক আটকের বিয়ষটি স্বীকার করে জানান এ ব্যাপারে মাদক ব্যবসায়ী ফারুককে পলাতক আসামি উল্লেখ করে মামলা দায়ের করা হবে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য ৩৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।