বাবুগঞ্জে অল্পের জন্য প্রাণহানির হাত থেকে রক্ষা পেল একটি পরিবার, যার আতংক কাটেনি এখনও। সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, বাবুগঞ্জ উপজেলা কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামে গত বুধবার গভীর রাতে সৃস্ট ঝঁড়ের কবলে স্থানীয় আজাহার হাওলাদারের বসত ঘড়ের উপর পাশ^বর্তী একটি চাম্বল গাছ উপর পরে। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ঝড়ে গাছটি বসত ঘরে পরার বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। এসময় আতংকিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করেন। এতে বসত ঘরটি দুমড়ে মুচড়ে যায় । এ দূর্ঘটনায় পরিবারে কোন সদস্য আহত না হলেও মৃত্যু ঝুঁকি এখনো কাটেনি। এদিকে একমাত্র বসত ঘরটি ক্ষতিগ্রস্থ হওয়ায় পরিবারটি মানষিক ভাবে ভেঙে পড়েছে।