রংপুর সদর উপজেলার পালিচড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন অনুসন্ধানী সমাজ কল্যাণ সংঘের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মে) পালিচড়ায় সংগঠনের কার্যলয় প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে কুরআন তেলোয়াত করেন পালিচড়া কেন্দ্রীয় মসজিদ এর পেশ ইমাম মেহেদী হাসান।এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুসন্ধানী ক্লাবের সভাপতি হাবিবুর রহমান শ্রাবণ ও সাধারন সম্পাদক বকুল মিয়া সহ ক্লাবের অর্থ সম্পাদক শাহরিয়ার মোনায়েম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম,জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন উর রশিদ হারুন,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আজিম সিপন,সদর উপজেলা প্রেসক্লাব এর সদস্য সচিব খন্দকার মিলন আল মামুন,সাংবাদিক হাসান আল সাকিব,বিশিষ্ট সমাজ সেবক সুলতান মাহামুদ, মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাফিউর রহমান শাফি প্রমুখ।