১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার আয়োজনে রংপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বৃহস্পতিবার রাজা রাম মোহন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলার সভাপতি এ.টি.এম গোলাম মোস্তফা বাবু, রংপুর মহানগর শাখা সহ-সভাপতি ও ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আমিরুজ্জামান পিয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সেক্রেটারী আলহাজ্ব আব্দুর রহমান ফারুকী, জেলা সেক্রেটারী মোঃ মাহ্মুদুর রশিদ রিপন সরকার, জয়েন্ট সেক্রেটারী আব্দুজ্জাহের মোল্লা, সাংগঠনিক সম্পাদক ক্বারী মোঃ জয়নুল আবেদীন, ইসলামী যুব অঅন্দোলন রংপুর মহানগর সভাপতি মাওলানা মোঃ এরশাদুল হক, ইসলামী শ্রমিক আন্দোলন রংপুর মহানগর সভাপতি মোঃ মোকসেদ আলী, জেলা সভাপতি আলহাজ্ব তাহের আলী, ইশা ছাত্র আন্দোলন রংপুর মহানগর সভাপতি মোঃ হাবিবুর রহমান ও জেলা সভাপতি মোঃ তাহ্মিদুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা, ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস। বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও বিপ্লবী রাষ্ট্রনায়ক হযরত মুহাম্মদ (সাঃ) এর নেতৃত্বে ইসলামের মহান আদর্শকে সামনে নিয়ে মানব জাতির সার্বিক কল্যাণে প্রতিষ্ঠায় বাতিলের বিরুদ্ধে হকের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল ঐতিহাসিক এই দিনে। মাত্র ৩১৩জন ঈমানদীপ্ত নিরস্ত্র মুসলিম বাহিনীর সামনে সেদিন স্বশস্ত্র হাজারো নাস্তিক বে-দ্বীনরা পরাজয় বরণ করে, যা মুসলমানদের কালজয়ী ঈমানের স্বাক্ষ্য বহন করে।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্থান থেকে আগত উপস্থিত পেশাজীবি, আইনজীবি, শ্রমজীবি ও সুধীজনের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দোয়্ ও ইফতারের মধ্যদিয়ে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভার কাজ শেষ করা হয়।