রংপুর সদর উপজেলা পরিষদ হলরুমে রংপুর সদর উপজেলার ৫ম উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর সদর উপজেলা পরিষদ হলরুমে রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, চন্দনপাঠ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান, সদ্যপুষ্কনীর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুর আলম শাওন, মহিলা ভাইস চেয়ারম্যান আতিফা বানু রতনা, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে রংপুর সদর উপজেলার ৫ম উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস প্রদান করেন।