জনগণের অংশগ্রহণ টেকসই উন্নয়নের চাবিকাঠি সরকারের এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহ¯প্রতিবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বাজেট অনুষ্ঠানে ১ কোটি ৮২ লক্ষ ৩৫ হাজার ১২০ টাকা আয় ও ১ কোটি ৮২ লক্ষ ৭৩হাজার ৭২০ টাকা ব্যয় বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব জাহাঙ্গীর আলম।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জিল¬ুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেল আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ সিরাজুল ইসলাম খাঁন রাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্য, সকল ওয়ার্ডের সম্মানিত ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।