বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর থেকে ঢাকাগামি আন্ত:নগর দ্রুতযান ট্রেনে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী’কে গ্রেপ্তার করেছে রেলওয়ে জিআরপি পুলিশ। এ সময় একটি মুঠো ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারী সর্ম্পকে স্বামী-স্ত্রী। তাদের বাড়ি বগুড়ার জেলার দুপচাঁচিয়া উপজেলার কয়েল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবদুল হান্নান (৩৫) ও তার স্ত্রী তাছলিমা বেগম (২৬)।
সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, প্রতিটি ট্রেনে বিশেষ অভিযান চলছে, এর ধারাবাহিকতায় এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে।