আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে গভীর রাতে একই ঘরে আপত্তিকর অবস্থায় দেবর-ভাবিকে আটকের পর মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে কুল্যার মাদারাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাদারবাড়িয়া গ্রামের নাজিম উদ্দিন সরদার অভাবের সংসারে ঢাকায় শ্রমিক হিসাবে কাজ করে থাকেন। বাড়িতে তার স্ত্রী থাকে। স্বামীর অনুপস্থিতির সুযোগে মৃত আনছার সরদারের পুত্র ও নাজিমের চাচাত ভাই লিটনের নজর পড়ে ভাবির উপর। একাধিক স্ত্রীকে তালাক দিয়ে সে একাকী জীবন যাপন করে থাকে। ভাড়ায় মটর সাইকেল চালক লিটন দীর্ঘদিন ভাবির প্রতি আসক্ত হয়ে প্রেমের খেলা শুরু করেছিল। বিষয়টি এলাকায় কানাকানি হলেও তারা ধরাছোয়ার বাইরে ছিল। বুধবার তারাবি নামাজের পরে বাড়িতে ফিরে সবাই ঘুমোতে গেলে সুযোগ বুঝে লিটন ভাবির ঘরে ঢুকে প্রেমে মত্ত ছিল। বাড়ির কিছু মানুষের নজরে আসে বিষয়টি। একপর্যায়ে বাড়ির আলিম উদ্দিন, আক্তারুল, মিলন, সালাহ উদ্দিন বাইরে থেকে ঘরের দরজার শিকল আটকে দিলে বিষয়টি জানাজানি হয়ে যায়। তখন গ্রামের সোহরাব হোসেন গাইন, গনি সরদার, গোল্ডেন, শামছুর কারিগরসহ বহু নারী পুরুষ ঘটনাস্থানে জড়ো হয়ে দরজার শিকল খুলে তাদেরকে ডাকতে থাকলে তারা দরজার হাক না খুলে বলতে থাকে হাক খুলবোনা। একপর্যায়ে দরজা ভেঙ্গে ফেলানোর হুমকী দিলে তারা হাক খুলে দেয়। লিটনতে ছাড়াতে তার কিছু লোক শক্তি প্রয়োগের চেষ্টা করে ব্যর্থ হয়। বিষয়টি নিয়ে নাজিম উদ্দিনের সাথে কথা বললে সে বাড়িতে ফিরছে, এসেই ব্যবস্থা নেবে জানানোর পর উপস্থিত লোকজন লিটনকে তার মায়ের হাতে তুলে দিয়ে ফিরে আসে। ঘটনার সময় উপস্থিত থাকা গ্রাম্য মাতব্বর সোহরাব হোসেন জানান, মহিলার ও লিটনের বিরুদ্ধে অনৈতিক কর্মের অভিযোগ আছে। মহিলার স্বামী না থাকায় তারা ব্যবস্থা নিতে পারেননি। স্বামী বাড়িতে আসলেই গ্রাম্য ভাবে শালিসের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে লিটনের কাছে সাংবাদিকরা কথা বলেলে সে জানায়, ভাবির সাথে তার সম্পর্ক আছে, তাই গিয়েছিলো। শালিসে কি সিদ্ধান্ত হয় দেখে কি করবে জানাবে। অনৈতিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ঘৃণার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।