আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বিভিন্ন হাট-বাজারে ২০টি সোলার রোড লাইট প্রদান করা হয়েছে।
বাজার এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পথচারী ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনায় রেখে মাননীয় সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক টিআর, কাবিখার আওতায় তার অংশ হতে সোলার রোড লাইট স্থাপনের উদ্যোগ গ্রহন করেন। তারই আওতায় শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারে ৭টি, শালখালী বাজারে ৩টি, বসুখালী বাজারে ২টি, খলিসানী বাজারে ১টি, বাটরা বাজারে ১টি, বাঁকড়া বাজারে ৩টি, শরাফপুর বাজারে ১টি ও কামালকাটি বাজারে ২টি মোট ২০টি সোলার সিস্টেম রোড লাইট স্থাপনের বরাদ্দ প্রদান করা হয়। প্রত্যেক লাইট সিস্টেমে প্রায় ৬০ হাজার টাকা করে খরচ হচ্ছে। এসব লাইট স্থাপিত হলে সন্ধ্যার পর হতে সারারাত্র ব্যাপী স্ব-স্ব এলাকা আলোকিত থাকবে। এমপি মহোদয়ের প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল এসব সোলার রোড লাইট স্থাপনের কাজ তদারকি করছেন। এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল জানান, এমপি মহোদয়ের এ বরাদ্দ উপজেলার সকল ইউনিয়নে বাস্তাবায়িত হচ্ছে এবং হবে।