রংপুর মহানগরীর দরিদ্র ও দুস্থ বিধবাদের ভাতা প্রদান কর্মসূচি চালু করেছেন রংপুর সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশনের নতুন ভবনের হল রুমে মহানগরীর ০১ থেকে ১১ নং ওয়ার্ড এর ৯৭ জন দরিদ্র ও দুস্থ বিধবাদের মাঝে এ ভাতা প্রদানের মধ্যে দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত সচিব আবদুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, আবুল কালাম আজাদ, মাহফুজার রহমান মাফু, মামুনার রশিদ, নাছিমা আক্তার, মেয়র মহোদয়ের সহকারী একান্ত সচিব কাজী জাহিদ হোসেন লুসিড, সাধারণ শাখার শাখা প্রধান নাঈমুর রহমান নাঈম ও কঞ্জারভেন্সি শাখার শাখা প্রধান শাহীনুর রহমান শাহিন।