দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বর্তমান অবস্থা ও ভবিষৎ করণীয় এবং ক্ষুদ্র ঋণ শীর্ষক কর্মশালা রংপুরে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহর সমাজসেবা কার্যালয়ের সহযোগীতায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এনামূল হাবীর,বিভাগীয় সমাজসেবা পরিচালক আবু সালেহ মো: মুসা জঙ্গির সভাপতিত্বে এতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বর্তমান অবস্থা ও ভবিষৎ করণীয় বিষয়ের উপর লিখিত বক্তব্য রাখেন সরকারী বেগম রেকেয়া কলেজের সহকারী অধ্যপক মো: আজহারুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিটিসি অধ্যক্ষ প্রকৗশলী লুৎফর রহমান, মহিলা বিষক অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভিন, রংপুর জেলা সমাজসেবা উপ-পরিচালক মোর্শারফ হোসেন, গাইবান্ধা জেলা সমাজসেবার উপপরিচালক এমদাদুল হক, সমন্বয় পরিষদের সভাপতি শহিদুল আলম তুহিন, দিনাজপুর জেলার উপপরিচালক কাজী কাদের.অনুষ্ঠান টি উপস্থাপন করেন জেলা সমাজসেবা এডি আবদুল মতিন। এত রংপুর বিভাগের জেলার সমাজসেবা উপ-পরিচালক ,সমাজসেবা কর্মকর্তা সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।