রংপুরে র্যাবের ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর জলকর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার র্যাব-১৩ এর উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে জলকর এলাকার ফুলকলি লচ্ছা ব্রেড এ- কনফেকশনারীকে ৩ লাখ টাকা, এভরিডে ফুড প্রডাক্টকে ১ লাখ টাকা ও সোনালী বেকারিকে ৩ লাখ টাকার জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে ভেজাল ও নি¤œমানের খাদ্য পণ্য উৎপাদনের অভিযোগ আনা হয়।
র্যাব হেড কোয়াটারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআইয়ের ফিল্ড কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, স্যানেটারি ইন্সপেক্টার মাহাবুব রহমান।