রিশাল জেলার উজিরপুরে পৃথক ভাবে একস্কুল ছাত্রী ও এক গৃহবধূকে ধর্ষণ করে। এব্যপারে উজিরপুর মডেল থানায় একই দিনে পৃথক ২টি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। এক ধর্ষক মিলন রাড়ী কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মামলা ও ভিকটিম সুত্রে জানা যায়, উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মজিবুর রহমান বেপারীর ছেলে রানা বেপারী (২১) বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকার নবম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন করেছে। এ ব্যপারে ২২ মে বুধবার উজিরপুর মডেল থানায় ছাত্রীর মাতা বাদী হয়ে ধর্ষক রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ধর্ষক পলাতক রয়েছে।
একই উপজেলার বামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামে এক গৃহবধুর নগ্ন ছবি ভিডিও ধারন করে একাধিকবার ধর্ষন করার ঘটনায় ২২ মে ধর্ষিতা বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক দক্ষিণ মোড়াকাঠী গ্রামের ফারুক রাড়ীর ছেলে মিলন রাড়ী(২৫) কে গ্রেফতার করে থানা পুলিশ ২২ মে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা যায় কিছুদিন পূর্বে ওই গৃহবধু পুকুরে গোসল করার সময় ওই বখাটে মিলন মোবাইল ফোনে গৃহবধুর নগ্ন ছবি ভিডিও ধারন করে তাকে জিম্মি করে ধর্ষন করে আসছে। এরই ধারাবাহিকতায় পুনঃরায় ওই গৃহবধুর নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকী দিয়ে জোড় পূর্বক আবারো ধর্ষন করতে চায়। তাতে রাজি না হলে গৃহবধুর স্বামীকে তার স্ত্রীর নগ্ন ছবি দেখায়। এরপর এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি ঘটনা ধামাচাপা দিতে শালিশী বৈঠক বসালে এলাকার সচেতন মহল বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
এ ঘটনায় উজিরপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল জানান, ছাত্রী ধর্ষনের ঘটনার মামলা হয়েছ। আসামি ধর্ষক পলাতক রয়েছে তাকে গ্রেফতারের অভিযান চলছে। অন্যদিকে গৃহবধু নগ্ন ছবি ভিডিও ধারন ও ধর্ষনের ঘটনায় ধর্ষক মিলনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ধর্ষক মিলনকে গ্রেফতার করে আদালতেরম মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।