পবিত্র রমজান মাসে পিডিবি ও পল্লী বিদ্যুতের ভেল্কি বাজিতে অতিষ্ঠ মানুষ। বিদ্যুৎ বিভ্রাট যেন বগুড়ার আদমদীঘি উপজেলাবাসীর এখন নিত্য দিনের সঙ্গী। একটু বৃষ্টি বা হালকা বাতাস হলেই শুরু হয় বিদ্যুতের ভেল্কি বাজি। এদিকে ভ্যাপসা গরম ও বিদ্যুতের ঘন ঘন বিভ্রাটের কারণে রোজাদার মুসলি¬দের সীমাহীন দূর্ভোগ সহ সরকারি কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য, লেখাপড়া ও চিকিৎসা সেবায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবার রমজান মাসের শুরু থেকেই তারাবির নামাজ আদায়ের সময় মাঝে মধ্যে বিদ্যুৎতের এ লুকোচুরি লক্ষ করা যাচ্ছে। তাছাড়া আকাশে মেঘ জমলে তো কথাই নেই শুরু হয়ে যায় লোড শেডিং। সামান্য বৃষ্টি হলেই কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ নিরুদ্দেশ হয়ে যায়। এটা যেন তাদের অঘোষিত নিয়মেই পরিণত হয়েছে। এদিকে বিদ্যুৎ সংস্কারের নামে সপ্তাহে দুই দিন শুক্রবার আধা বেলা ও শনিবার প্রায় সারাদিন এলাকায় মাইকিং করে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখে। এ যেন দেখার কেউ নেই। বিদ্যুতের এই ভেল্কি বাজি থেকে রেহাই পেতে বিদ্যুৎ সংশি¬ষ্ট কর্মকর্তাদের আহবান জানিয়েছেন গ্রাহকরা। অন্যথায় আন্দোলনের হুমকি দেন তারা।
বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগ করে বলেন, একটু মেঘলা আকাশ হলেই বিদ্যুৎতের ভেল্কি বাজি শুরু হয়ে আমাদের এই এলাকায়। প্রতি পবিত্র রমজান মাসে বিদ্যুৎ কর্তৃপক্ষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রাণ পণ ঘোষনা দিয়ে থাকে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। যেন বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে গ্রাহকরা সবাই জিম্মি। তাছাড়া প্রতি বছর রমজান মাসে এ উপজেলার প্রতিটি গ্রাহকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানিয়ে আসছিলেন। বিশেষ করে ইফতার, তারাবি ও সেহরী এই গুরুত্বপূর্ণ তিন সময় সহ দিনে রাতে কমপক্ষে ৭/৮ বার বিদ্যুৎ বিভ্রাটের কারণে অসহনীয় যন্ত্রণায় বিক্ষুব্ধ করে তুলছে গ্রাহকদের। অপর দিকে বিদ্যুৎ থাক বা না থাক মাস শেষে মোটা অংকের বিদ্যুৎ বিল ধরিয়ে দিতে ভুল করে না পিডিবি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। প্রতিদিন সেহরি, ইফতার ও তারাবি নামাজ চলাকালীন সময়ে লোডশেডিং যেন রুটিন ওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে। দিনের বেলায় কমপক্ষেও ৭/৮ বার বিদ্যুতের লুকোচুরি খেলাতে ক্ষুব্ধ হয়ে উঠছে গ্রাহকরা। এই রমজান মাসে প্রচন্ড দাপদাহে বিদ্যুৎ না থাকায় লোকজন হাঁপিয়ে উঠে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যেও মন্দা ভাব লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা সদরের ফটোষ্ট্যাট ব্যবসায়ী জয়নাল আবেদন ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘন ঘন এসব বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমার ফটোকপি মেশিন, কম্পিউটার ও প্রিন্টার মেশিন অকেজো হওয়ার পথে। উপজেলা সদরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিদ্যুত গ্রাহকরা অভিযোগ করে বলেন, রমজান আসলেই বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভ্রাটের মাত্রা যেন বাড়িয়ে দেন। দেশে এত বিদ্যুৎ থাকতে আমরা অবহেলিত কেন ? ইফতার-তারাবীহ-সেহরিতে বিদ্যুৎ বিভ্রাট করে আমাদের ধর্ম প্রাণ মুসলমানদের কেন কষ্টের মুখে ঠেলে দিচ্ছে বিদ্যুত কর্মকর্তারা। অতি শীঘ্রই এর প্রতিকার না হলে আমরা বড় ধরণের আন্দোলনে যাওয়ার কথা বলে। এ ব্যাপারে দুপচাঁচিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মনোয়ার হোসেনের এর মুঠো ফোনে কথা বলা হলে তিনি জানান, চলতি মৌসুমে একটু ঝড় বৃষ্টির মাত্রা বেশি। তাছাড়া আমাদের কোন বিদ্যুতের ঘাটতি নেই। আবহাওয়া ভাল থাকলে আর কোন সমস্যা হবে না বলে তিনি জানান। সান্তাহার নেসকো লিঃ বগুড়া এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান তালুকদারের সাথে কথা বলা হলে তিনি জানান, বর্তমানে আমাদের বিদ্যুতের কোন ঘাটতি নেই। তবে টেকনিক্যাল কিছু সমস্যার কারণে বিদ্যুতের এ ধরেনর বিভ্রাট হয়ে থাকে। অচিরেই তা নিরসন করা হবে বলে তিনি জানান।