কলারোয়ার অন্যতম সামাজিক প্রতিষ্ঠান কলারোয়া পাবলিক ইন্সটিটিউট বরাবরের মতো এবারো পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। আগামি ২৪ রমজান ৩০মে বৃহষ্পতিবার প্রতিষ্ঠান চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। কপাই সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা জানান- কলারোয়া পাবলিক ইন্সটিটিউট কর্তৃক প্রতিষ্ঠানের সম্মানীত সদস্যবৃন্দ, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদদের সম্মানার্থে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ৩০মে বিকাল সাড়ে ৫টায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক শেখ সহিদুল ইসলাম ও কপাই সা.সম্পাদক শেখ কামাল রেজা।