বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি), রংপুর এর আওতাধীন বুড়িমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বুড়িমারী আইসিপি সংলগ্ন সীমান্ত পিলার ৮৪২/২-এস এর নিকট ভারতের অভ্যন্তরে ব্যাটালিয়ন কমান্ডার তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি), রংপুর এবং কমান্ড্যান্ট ১৪৮ ব্যাটালিয়ন বিএসএফ, জলপাইগুড়ি এবং ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ১৪০ ব্যাটালিয়ন বিএসএফ, ফালাকাটাএর মধ্যে পতাকাবৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে ০৯(নয়) সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেঃ কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি, অধিনায়ক, তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি), রংপুর। অপর দিকে ভারতের পক্ষে ১৪৮ ব্যাটালিয়ন বিএসএফ, জলপাইগুড়ির ০৬(ছয়) সদস্যের নেতৃত্ব দেন Banambar Sahoo এবং ১৪০ ব্যাটালিয়ন বিএসএফ, ফালাকাটা’র ৬(ছয়) সদস্যের নেতৃত্ব দেন SH Rakesh Kumar। উল্লিখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক নিয়মিত যৌথ টহল পরিচালনা, সীমান্ত এলাকায় ফায়ারিং, তথ্য আদান-প্রদান, মাদকদ্রব্য পাচার, গরু চোরাচালান, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানের রুট চিহ্নিত করণসহ বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ সংক্রান্ত বিষয়াদির উপর আলোচনা হয়। ফলপ্রসু আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক সমাপ্ত হয়।