রংপুরের তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বানিয়াপাড়ায় দিনব্যাপী এ মাঠ দিবস অনুষ্ঠানে কম্বাইন হারভেস্টার যন্ত্রটির উপর বিস্তারিত তথ্য কৃষকদের মাঝে তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অশোক কুমার রায়। তিনি জানান, এই কম্বাইন হারভেস্টার যন্ত্রের সাহায্যে একসঙ্গে ধান ও গম কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা বন্দী এই চারটি কাজ একই সঙ্গে করা যায়। ফলে উৎপাদন খরচ কমে যায়। ফসল কর্তনের জন্য শ্রমিকের প্রয়োজন হয় না। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডিএই কৃষি প্রকৌশলী মোঃ সদরুল আলম সরকার।