নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা শাখার কর্মকর্তা ও ফোর্সসহ একাধিক টিম বুধবার দিবাগত মধ্যরাতে নগরীর আবাসিক হোটেল সী-ভিউ, অতিথি ও স্বাগতমে অভিযান পরিচালনা করে। অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে সাতজন নারী ও পাঁচজন পুরুষকে আটক করা হয়। পাশাপাশি পাঁচজন মাদক সেবনকারীকেও আটক করা হয়েছে। এ ছাড়া নগরীর রূপাতলীতে অভিযান তালিয়ে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।