মুলাদীতে দাবীকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে চিহ্নিত চাঁদাবাজরা। গত ৮ মে সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামের একদল চাঁদাবাজ ওই গ্রামের আবু তাহের আকনের ছেলে ব্যবসায়ী হালিম আকনের বাড়িতে প্রবেশের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ফলে ব্যবসায়ী ও তার পরিবার বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছে। তারা কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না বলে জানিয়েছেন। ব্যবসায়ী হালিম আকন জানান প্রায় ৩ বছর আগে নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর মৌজায় ১২ শতাংশ জমি ক্রয় করে তিনি বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। কিছুদিন দিন আগে ঘোষেরচর গ্রামের হামেদ চৌকিদারের ছেলে মকবুল চৌকিদার, ওয়াজেদ চৌকিদারের ছেলে মোস্তফা চৌকিদারসহ স্থানীয় একটি চাঁদাবাজ চক্র হালিম আকনের কাছে ৭ লক্ষ টাকা চাঁদা দাবী করে। হালিম আকন চাঁদা দিতে অস্বীকার করলে চক্রটি হালিম আকনের বাড়ির সামনের ১০০বর্গফুট জমি নিজের দাবী করে এবং ওই জমি ৮লক্ষ টাকায় বিক্রির জন্য প্রস্তাব দেয়। হালিম আকনের জমির মালিকানা থাকায় তিনি জমি কিনতে না চাইলে চাঁদাবাজরা বুধবার সকালে বাড়ির প্রবেশের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ঘটনার পর থেকে ব্যবসায়ী ও তার পরিবার প্রায় ১৫ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফা সালিশ বৈঠক হলেও মকবুল চৌকিদার তার অবস্থানে অনঢ় থাকায় সমাধান করা সম্ভব হয়নি। স্থানীয় সালিশ ও নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক বদিউল আলম মুকুল তালুকদার জানান মকবুল চৌকিদার ও তার লোকজন অযৌক্তিক টাকা চেয়ে ব্যবসায়ীর সাথে অনৈতিক কাজ করেছে। তিনি বিষয়টি নিয়ে থানা পুলিশের মধ্যস্থতায় সমন্বয়ের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন বলে জানান। এরির্পোট লেখা পর্যন্ত ব্যবসায়ীর বাড়ির সামনের বন্ধ রাস্তা খুলে দেওয়া হয়নি।