জাতীয় প্রেসক্লাবের সামনে জীবনের নিরাপত্তা চেয়ে ও লালবাগ জোনের ডিসি’র ভাই পরিচয়দানকারী তরিকুল ইসলাম সোহাগসহ অন্যান্য অপহরণকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার সকাল সাড়ে ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অতি দ্রুত অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। ভুক্তভোগী হলেন নেত্রকোনার মো. হাসু মিয়ার পুত্র মো. শান্ত মিয়া। তিনি বলেন, আমি একজন ইলেকট্রিক ব্যবসায়ী। গত ৩০ এপ্রিল রাত ৯টার দিকে মগবাজারের দিলু রোড থেকে তরিকুল ইসলাম সোহাগ, মো. হাসান, মো. হারিজ, মো. সুমন, রাজু এবং আরো অজ্ঞাত ১০/১২জন আমাকে অপহরণ করে বংশাল থানাধীন আলুবাজার এলাকায় চোখ বেঁধে নিয়ে যায়। এরপর আমাকে মারধর করে এবং ২শত টাকার দুটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। আমি বাথরুমে যাওয়ার কথা বলে রাতেই পুলিশের হেল্পলাইন ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানাই। এরপরে অপহরণকারী তরিকুল ইসলাম সোহাগ এর মোবাইল থেকে আমার স্ত্রীর মোবাইলে ফোন দিয়ে ৯ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমার স্ত্রী তাদেরকে অনুরোধ করে বলেন যে, আপনারা আমার স্বামীকে মারবেন না, আমি সকালে আমাদের সাথে কথা বলবো। পরবর্তীতে আমার স্ত্রী প্রথমে যান তেঁজগাও থানায়, পরে শাহ্বাগ থানায় গেলে শাহ্বাগ থানা পুলিশ সারারাত আমাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে পরের দিন বংশাল থানা পুলিশ আমাকে উদ্ধার করে তিন অপহরণকারীসহ (তরিকুল ইসলাম সোহাগ, মো. হাসান ও মো. হারিজ) থানায় নিয়ে আসে। থানা পুলিশ অপহরণকারীদের নাম এন্ট্রি করে লকআপে ঢুকায়। ৪/৫ঘন্টা পরে বংশাল থানার ওসি আসলে পরিস্থিতি বদলে যায়। তারা আমাকেসহ লকআপে থাকা ৩ অপহরণকারীকে ওসির রুমে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে অপহরণকারীদের ছেড়ে দেয় এবং আমাকে বলে ১ নম্বর আসামি তরিকুল ইসলাম সোহাগ ডিসি লালবাগ জোনের ভাই। তাই মামলা নেয়া যাবে না। আপনার সাথে আগামি রোববার ডিসি অফিসে বসা হবে। আমি ঐ কথামতো গত রোববার ডিসি অফিসে গেলে ডিসি সাহেব না এসে অন্য একজন পুলিশ কর্মকর্তা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং কোন মামলা না করার জন্য অনুরোধ করেন। আমি বিষয়টি আমার পরিচিত অনেককেই জানাই। একপর্যায়ে ঢাকা-৬ এর মাননীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি মহোদয়কে বিষয়টি জানালে, তিনি প্রথমেই বংশাল থানার ওসিকে ফোন দিয়ে বিষয়টি সস্পর্কে জানাতে চান। তখন ওসি সাহেব ডিসি লালবাগকে ফোন দেয়ার অনুরোধ করেন। পরবর্তীতে এমপি মহোদয় ডিসি লালবাগকে ফোন দিয়ে মামলার নেওয়ার জন্য বললে গত ০৭-০৫-২০১৯ইং তারিখ মামলা নেয়। মামলা নং- ১৩, তারিখ: ০৭-০৫-২০১৯, সময়: ১৪.৩৫ঘটিকা, ধারা: ৩৬৫, ৩৪৩, ৩২৩, ৮৪, ৩৮৫। মামলা নেয়ার আধা ঘন্টা পরে ১নং আসামি তরিকুল ইসলাম সোহাগ বাদী হয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলা নং- ১৪, তারিখ: ০৭-০৫-২০১৯, সময়: ১৫.০৫ঘটিকা, ধারা: ১৮৬০। বর্তমানে বংশাল থানা পুলিশ অপহরণকারী কাউকেই গ্রেফতার করছে না। উল্টো আসামিরা আমাকে হুমকি দিয়ে বলেছে, ‘লালবাগ জোনের ডিসি ইব্রাহীম সাহেবের ভাইয়ের বিরুদ্ধে যে একটা মামলা করেছিস তার পরিবর্তে তোর নামে ২০টা মামলা হবে। দেখছোস না যে, আসামি হয়েও থানায় গিয়ে মামলা করছি। যদি বাঁচতে চাস তাহলে যত দ্রুত পারিস মামলা তুলে ঢাকা শহর ছেড়ে নেত্রকোনা চলে যা। তা না হলে এবার ধরে এনে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো।’ বর্তমানে আমি এবং আমার পরিবার খুবই ভয়ের মধ্যে আছি। অপহরণকারীরা যে কেনো সময় আমার ও আমার পরিবারের বড় ধরণের ক্ষতি করতে পারে। আমি আপনাদের মাধ্যমে আমি ও আমার পরিবারের নিরাপত্তা এবং অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। মানবন্ধনে উপস্থিত ছিলেন ভূক্তভোগী শান্ত মিয়ার স্ত্রী ও তার আত্মীয় স্বজন। বিষয়টি অধিকতর তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।