আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের এক কিশোরীকে অপহরনের দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের এক কিশোরী ও পাশর্^বর্তী কুকুয়া ইউনিয়নের বশির মোল্লার ছেলে রবিন হোসেন রাজ শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ে গত পাঁচ বছর ধরে লেখাপড়া করে আসছে। লেখাপড়ার সুবাদে ওই কিশোরীকে বিভিন্ন সময় রবিন হোসেন রাজ উত্ত্যক্ত করতো। এ বিষয়টি ওই কিশোরী বিদ্যালয় কর্তৃপক্ষ ও রবিনের অভিভাবকের কাছে জানায়। কিন্তু রবিনের অভিভাবক এতে কোন কর্ণপাত করেনি। এ বছর ওই বিদ্যালয় দিয়ে তারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে। গত ১৮ মার্চ ওই কিশোরী বাড়ীর পাশের একটি দোকানে যাওয়ার পথে রবিন হোসেন রাজসহ ৪/৫ জন লোকে মোটর সাইকেলে করে জোড়পূর্বক তুলে নিয়ে যায়। গত দুই মাস ধরে ওই কিশোরী কোন হদিস ছিল না। এ ঘটনায় কিশোরীর বাবা গৌতম বিশ^াস বাদী হয়ে ১৮ মার্চ রবিনকে প্রধান করে ৭ জনকে আসামি করে আমতলী থানায় অপহরণ মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নারায়নগঞ্জ র্যাব-১১’র সদস্যদের সহযোগীতায় আমতলী থানার এসআই আকবর আলী ভুইয়া অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশারীর বাবা গৌতক বিশ^াস বলেন, বখাটে রবিন হোসেন রাজ আমার মেয়েকে জোড়পূর্বক অপহরণ করে নিয়ে গত দুই মাস আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন করেছে।
আমতলী থানার এসআই মোঃ আকবর আলী ভুইয়া বলেন, দুই মাস পরে ওই কিশোরীকে সিদ্ধিরগঞ্জ থেকে উদ্ধার করেছি। ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষা শেষে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।