বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় নামি-দামি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ ব্র্যান্ডের পণ্য জব্দ, ধ্বংস ও পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বাবুগঞ্জের রহমতপুর বাজার ও বিমানবন্দর মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ টি মানহীন ও ভেজাল খাদ্যপণ্য বিক্রির অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার। সম্প্রতি হাইকোর্ট ৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে। কিন্তু নির্দেশনা না মেনে অনেকে ওইসব পণ্য বিক্রি করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে আরও ৫ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।