তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্বিতন্ডার একপর্যায়ে ববি’র ষষ্ঠ ব্যাচের ফিন্যান্স ও ব্যাকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ডালিমকে পেপসির বোতল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে বিশ্ববিদ্যালয়েরই অপর দুই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ববি’র ক্যাম্পাস সংলগ্ন একটি দোকানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের সামনে বসে তুচ্ছ ঘটনার জেরধরে সাজ্জাদ হোসেনের সাথে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র প্রাঞ্জল রায় ও তাশাহুদ ইসলাম রনির বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে সাজ্জাদের পেটে পেপসির বোতল ভেঙ্গে ঢুকিয়ে দেয়া হয়। গুরুত্বর অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় স্থানীয়রা হামলাকারী প্রাঞ্জল রায় ও রনিকে গণধোলাই দিয়ে বন্দর থানায় পুলিশের কাছে সোর্পদ করেছে। অপরদিকে খবর পেয়ে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, বিসিসি’র মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক অজিয়র রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।