আমতলী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা ও ডাক্তার নিয়োগের দাবীতে বুধবার সকাল ১১ টায় আমতলী প্রেসক্লাব ও উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্দন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এ্যাড: এম এ কাদের মিয়ার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান। বক্তব্য রাখেন যুবদল সভাপতি কবির উদ্দিন ফকির, শ্রমিক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আমতলী প্রেসক্লাব সভাপতি দেওয়ান মস্তফা কবির, পৌর নাগরিক ফোরামের সভাপতি আবুল হোসেন বিশ^াস, উপজেলা নাগরিক কমিটির কো চেয়ারম্যান ডা: গাজী রফিক উদ্দিন আহমেদ প্রমূখ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, আমতলী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২১ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও দীর্ঘদিন ধরে ১৮ টি পদই শূন্য রয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবারমান,বলতে হাসপাতালে আসা আর যাওয়া। নি¤œতম সেবা পাচ্ছেনা আমতলীর ২ লাখ ৫০ হাজার মানুষ। সরকার আমতলী উপজেলার আড়াই লাখ মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান করেছিল। সরকারের সে উদ্দেশ্যে ব্যাহত হচ্ছে। বক্তারা অবিলম্বে হাসপাতালে ডাক্তার নিয়োগ ও মান সম্মত চিকিৎসাসেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, দু জন ডাক্তারের মধ্যে আমি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকি আর একজন জন ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো যথারীতি অবহিত করবেন বলে জানান। মানববন্ধনে উপজেলার কয়েক শত নাগরিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।