রাজধানীর ৩৪টি পয়েন্ট থেকে ওয়াসার পানি সংগ্রহ করে তা পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওয়াসার পানির বিশুদ্ধতা নিয়ে নানা বিতর্কের মধ্যে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্ট বলছে, পানি পরীক্ষায় গঠিত চার সদস্যের কমিটিকে ২ জুলায়ের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে হবে। আইসিডিডিআরবি, বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসোলেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে পানির ওই নমুনা পরীক্ষা করতে হবে।
৩৪টি পয়েন্ট হচ্ছে- ঢাকা ওয়াসার ৪টি সোর্স পয়েন্ট, ১০টি জোন, ১০টি ঝুঁকিপূর্ণ এবং ১০টি র্যান্ডম এলাকা। এসব পয়েন্টের প্রতিটির পানির নমুনা পরীক্ষায় ৫ হাজার টাকা খরচ ধরে মোট ১ লাখ ৭০ হাজার টাকা ওয়াসাকে দিতে বলা হয়েছে।
বাংলাদেশের পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, স্বাস্থ্যবিধি ও দারিদ্র্য নিয়ে সম্প্রতি বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদন ও প্রকাশিত খবর যুক্ত করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। সেই রিটের শুনানি নিয়ে আদালত পানি পরীক্ষার নির্দেশনার পাশাপাশি রুল জারি করে।