আশাশুনিতে ভিটেবাড়ির সীমানায় গাছ গাছালি কাটায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও পুত্র আহত হয়েছে। গুরুতর আহত কবির গাজীকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ মে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কচুয়া গ্রামের কবির গাজীর পুত্র জুয়েল গাজী বাদী হয়ে আশাশুনি থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানাগেছে, একই গ্রামের হাবিবুর রহমান গাজীর পুত্র মোস্তাজুল, আক্কাজ গাজীর পুত্র হাবিবুর, মোস্তাজুলের স্ত্রী ফাতেমাদের সাথে তাদের জমাজমি নিয়ে দীর্ঘদিনের গোলযোগ আছে। এনিয়ে তারা তাদেরকে ক্ষয়ক্ষতি করে আসছিল। এরই জেরধরে ২০ মে সকাল ১০.৩০ টার দিকে মোস্তাজুলসহ অন্যরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কবির গাজীর বাড়ির সীমানার বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নিয়ে যাচ্ছিলেন। জানতে পেরে কবির গাজী বাধা প্রদান করলে তারা তাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় জুয়েল ও তার মা হামেদা খাতুন ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে নীলাফোলা জখম করা হয়। স্বাক্ষীরা ঘটনাস্থানে উপস্থিত হলে তারা কেটে পড়ে। পরে গুরুতর আহত কবিরকে হাসপাতালে ভর্তি করা হয়। মোস্তাজুলরা প্রতিপক্ষের দ্বারা আরো জানমালের ক্ষয়ক্ষতির আশংখা করছেন। এ ব্যাপারে আক্রমনকারীদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।