আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। মঙ্গলবার সকালে তিনি ইউনিয়ন পরিষদে গমন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথমে গ্রাম আদালত কার্যালয়ে যান। সেখানে দায়িত্বরত কর্মীর সাথে কথা বলেন এবং কার্যক্রমের অগ্রগতি ও সমস্যা, মানুষের আগ্রহ ও অংশগ্রহনসহ সার্বিক দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। পরে তথ্য সেবা কেন্দ্রে গমন করে বিস্তারিত খোঁজখবর নেন। সবশেষে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে বসে ইউপি সদস্যবৃন্দ ও সচিবকে নিয়ে মতবিনিময় সভা করেন। তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে তদারকি ও খোজখবর গ্রহন করেন। সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এবং হাসপাতালে চিকিৎসাধীন চেয়ারম্যানের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন।