আশাশুনিতে সরকারি ভাবে ন্যায্যমূল্যে খাদ্য শস্য (ধান ও চাউল) ক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি ও বড়দল খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় করে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
আশাশুনি খাদ্য গুদামে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ওসিএলএসডি আলতাফ হোসেনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে বড়দল খাদ্যগুদামে কার্যক্রমের উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। এ সময় ওসিএলএসডি আরশাফ আলিসহ গন্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনি উপজেলায় চলতি বছরে ২৬ টাকা কেজি দরে ২১২ মেঃটন ধান, ৩৬ টাকা কেজি দরে ৪৮৮ মেঃটন সিদ্ধ চাউল ও ৩৫ টাকা কেজি দরে ১০০ মেঃ টন আতব চাউল ক্রয় করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় কার্যক্রম চলবে। ইতোমধ্যে সকল ইউনিয়নে কৃষক/ধান চাষী ও মিলারদের নামের তালিকা করা হয়েছে। এসব কৃষক/ধানচাষী ও মিলারদের নিকট থেকে নির্ধারিত মূল্যে ধান ও চাউল ক্রয় করা হবে।