বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবির ঘটনায় রেলওয়ে পশ্চিম অঞ্চল জোনের মহাব্যবস্থাপক এ কে এম শহিদুল ইসলামের সাথে যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার ষ্টেশন মাস্টারের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এই বৈঠক চলে। বৈঠকে ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সান্তাহারে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদ, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান পিন্টু, বাস্তবায়ন কমিটির যুগ্ন আহ্বায়ক সাজেদুল ইসলাম চম্পা, ষ্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম, আওয়ামী লীগ নেতা জার্জিস আলম রতন, নিসরুল হামিদ ফুতু, যুবদল নেতা মাহাফুজুল হক টিকন, মামুনুর রশিদ মামুন প্রমূখ। মহাব্যবস্থাপক এ কে এম শহিদুল ইসলামের সাথে ছিলেন, রেলওয়ে পশ্চিম অঞ্চল জোনের প্রধান পরিবহন কর্মকর্তা মো. শাহা নেওয়াজ।
সান্তাহার জংশন ষ্টেশনে ঢাকাগামি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সান্তাহার ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটি গত ১৬ মে থেকে মানববন্ধন, অবস্থান ধর্মঘট, গণস্বাক্ষর সংগ্রহ ও ট্রেন অবরোধ কর্মসূচ পালন করে আসছেন। এতে সরকার বা রেলওয়ে কর্তৃপক্ষের কোন প্রতিনিধি আন্দোলনকারিদের সাথে কোন যোগাযোগ না করায় তাঁরা আগামি ২২ মে থেকে সান্তাহার জংশন ষ্টেশনের ওপর দিয়ে চলাচল কারি ৩২টি ট্রেন অবরোধের ঘোষনা দেন। এর প্রেক্ষিতে মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম মঙ্গলবার দুপুরে আন্দোলনকারিদের সাথে বৈঠকে বসেন। বৈঠক শেষে মহাব্যবস্থাপক এ কে এম শহিদুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের জানান, অত্যান্ত শান্তিপূর্ন ভাবে আন্দোলনকারিদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাঁরা ট্রেন অবরোধের মত কর্মসূচি দেবেন না বলে আমাকে আশ^স্থ করেছেন তবে দাবি আদায়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাবেন। তিনি সান্তাহারে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতের বিষয়ে বলেন, শুধু সান্তাহারে নয় আরো দু একটি জায়গায় এই ট্রেনের যাত্রাবিরতি দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে সেটি পর্যায়ক্রমে দেয়া হবে। শহিদুল ইসলম আরো বলেন, যাত্রা বিরতির পাশাপাশি সান্তাহার ষ্টেশনে টিকিট বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদ বলেন, আলোচনা শান্তিপূর্ন হয়েছে। মহাব্যবস্থাপকের আশ^াসের পরিপ্রেক্ষিতে আমরা ২২ মে তারিখের ট্রেন আবরোধ কর্মসূচি প্রত্রাহার করে নিয়েছি। তিনি বলেন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলেও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।