গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কালিয়াকৈর থানা প্রাঙ্গনে ইফতারের আয়োজন করা হয়। এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাসেল শেখ,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গোলাম সবুর,সহ-কারী পুলিশ সুপার মামুন,কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ শিকদার, কালিয়াকৈর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার,ওসি তদন্ত আবুল কাশেম,ওসি অপারেশন সানোয়ার জাহান, কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন,সাধারন সম্পাদক আবদুল আলীম অভি,সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ,অর্থ সম্পাদক দোলোয়ার হোসেন,প্রচার সম্পাদক জিল্লুর রহমান,ক্রিয়া বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, ধর্মীয় সম্পাদক মীর সোহেল মিয়া প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কমনায় বিশেষ দোয়া শেষে ইফতার বিতরণ করা হয়।